Din Eka Eka

হম্... হম্...
হম্... হম্...

(দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পাইনি আমায়)-২
তোমাকে দেওয়া কথাগুলো
আজ মেখেছে মাটিধূলো
পেতে না পেতেই এক নিমেশে
তোমাকে হারালো

(দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়)-২

তোমাকে দেওয়া কথা গুলো
আজ মেখেছে মাটিধূলো
পেতে না পেতেই এক নিমেশে
তোমাকে হারালো

(ভালোবাসা নামে পাখি বন্দি আছে
আজ কোনো খাছায়
এই পৃথিবী সেই পৃথিবী
নেই কো কেউ কোথাও তাকে বাচায়)-২

তোমাকে দেয়া হাসি আলো
এক ছুটে কোথায় পালালো
পেতে না পেতেই এক নিমেশে
তোমাকে হারালো

(দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়)-২

(দিনে রাতে মনে পরে
কতো কলোরব তোমার আমার
যায় হারিয়ে যায় ছারিয়ে
যায় রাখে কারণ পথে নামার)-২

তোমাকে দেয়া মন্দ ভালো
নিজেদের মনে তাই খোয়াল
পেতে না পেতেই এক নিমেশে
তোমাকে হারালো

দিন একা একা যায় চলে যায়

মন খুজে সে তো পায়নি আমায়
দিন...



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link