Amader Pakbe Na Chul Go

আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল
আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল
আমাদের পাকবে না রে চুল

আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে
আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে
আমাদের ঘুচবে না ভুল গো, মোদের ঘুচবে না ভুল
আমাদের পাকবে না রে চুল

আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান
নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান
আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান
নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান

আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর-পানে শিখর হতে রে
আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর-পানে শিখর হতে রে
আমাদের মিলবে না কূল গো, মোদের মিলবে না কূল
আমাদের পাকবে না রে চুল

আমাদের পাকবে না চুল গো, মোদের পাকবে না চুল
আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল
আমাদের পাকবে না রে চুল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link