Jodi Holo Jabar Khon

যদি হল
যদি হল যাবার ক্ষণ
যদি হল
তবে যাও দিয়ে যাও শেষের পরশন
তোমার শেষের পরশন

যদি হল
যদি হল যাবার ক্ষণ
যদি হল

বারে বারে যেথায় আপন গানে
স্বপন ভাসাই দূরের পানে
স্বপন ভাসাই
বারে বারে যেথায় আপন গানে
স্বপন ভাসাই দূরের পানে
স্বপন ভাসাই

মাঝে মাঝে দেখে যেয়ো
দেখে যেয়ো শূন্য বাতায়ন
সে মোর শূন্য বাতায়ন

যদি হল
যদি হল যাবার ক্ষণ
যদি হল

বনের প্রান্তে ওই মালতীলতা
করুণ গন্ধে কয় কী গোপন কথা
বনের প্রান্তে ওই মালতীলতা
করুণ গন্ধে কয় কী গোপন কথা

ওরই ডালে আজ শ্রাবণের পাখি
স্মরণখানি আনবে না কি
স্মরণখানি
ওরই ডালে আজ শ্রাবণের পাখি
স্মরণখানি আনবে না কি
স্মরণখানি

আজ-শ্রাবণের সজল ছায়ায়
ছায়ায় ছায়ায় বিরহ মিলন
আমাদের বিরহ মিলন

যদি হল
যদি হল যাবার ক্ষণ
যদি হল
তবে যাও দিয়ে যাও শেষের পরশন
তোমার শেষের পরশন

যদি হল
যদি হল যাবার ক্ষণ
যদি হল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link