Brajo Gopi Khele Hori

ব্রজগোপী খেলে হোরি, হোরি রে
ব্রজগোপী খেলে হোরি
খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে
ব্রজগোপী খেলে হোরি, হোরি রে
ব্রজগোপী খেলে হোরি

পিরিতি-ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরি খেলে হরি উন্মাদ রঙ্গে
পিরিতি-ফাগ মাখা
পিরিতি-ফাগ মাখা গোরীর সঙ্গে
হোরি খেলে হরি উন্মাদ রঙ্গে

বসন্তে এ কোন কিশোর দুরন্ত
বসন্তে এ কোন কিশোর দুরন্ত
রাধারে যে নিতে এলো পিচকারী হাতে

ব্রজগোপী খেলে হোরি, হোরি রে
ব্রজগোপী খেলে হোরি

গোপীনীরা হানে অপাঙ্গ খর শর
ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে
জর জর থর থর শ্যামের অঙ্গ
জর জর থর থর শ্যামের অঙ্গ

শ্যামল তনুতে হরিত কুঞ্জে
অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে
রঙ-পিয়াসী মন ভ্রমর গুঞ্জে
রঙ-পিয়াসী মন ভ্রমর গুঞ্জে
ঢালো আরো ঢালো রঙ প্রেম-যমুনাতে

ব্রজগোপী খেলে হোরি, হোরি রে
ব্রজগোপী খেলে হোরি রে
ব্রজগোপী খেলে হোরি রে
ব্রজগোপী খেলে হোরি



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link