Raater E Adhare

রাতেরই আধারে অজানা ছোয়া,
মায়াবী চোখে কি মায়া.
যেন গোধুলী আবির মাখা।
রাতেরই আধারে অজানা ছোয়া,
মায়াবী চোখে কি মায়া.
যেন গোধুলী আবির মাখা।
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে!
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে!
চোখে চোখে চেয়ে থাকা,
কবে হবে বলো কথা বলা.!
আবেগি মন বাধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না.
চোখে চোখে চেয়ে থাকা,
কবে হবে বলো কথা বলা.!
আবেগি মন বাধা মানে না
তুমি ছাড়া কিছু চাই না.
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে.!
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে.!
জানি তুমি আছো একা,
তবে কেনো বলো দূরে থাকা.!
সময় তো থেমে থাকেনা,
দ্বিধা ভেঙে কাছে এসোনা।
জানি তুমি আছো একা,
তবে কেনো বলো দূরে থাকা.!
সময় তো থেমে থাকেনা,
দ্বিধা ভেঙে কাছে এসোনা।
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে.!
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে.!
রাতেরই আধারে অজানা ছোয়া,
মায়াবী চোখে কি মায়া.
যেন গোধুলী আবির মাখা।
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে!
কি নেশা ছড়ালে,
কি মায়ায় জড়ালে!

মেতে উঠুক জীবন গানে আর সুরে.
রিয়াজ উদ্দিন আহম্মেদ



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link