Dekhechhi Jibon

দেখেছি এ জীবনকে ছায়া রোদে প্রতি পল
দেখেছি এ জীবনকে ছায়া রোদে প্রতি পল
জেতা-হারা ভেবে সাড় খুঁজে যাওয়া ফলাফল
দেখেছি এ জীবনকে ছায়া রোদে প্রতি পল
প্রতি পল

দেখেছি কতই বন্ধু, আবার বন্ধুত্বের ভুল
অবুঝ হলেই ফুটেছে কাঁটা, বুঝতেই ফোটে ফুল
তারা আসে অবকশে অনুভবের নীল আকাশে
বুঝিয়েছে বারে বারে চেনা ছবি নির্ভুল

দেখেছি এ জীবনকে ছায়া রোদে প্রতি পল
প্রতি পল

শুনেছি প্রতিটা স্বপ্ন চোখ বুজলেই দেখা যায়
কিছুটা মিলেছে চোখ মেলে, কিছু রয়েছে ঘুমের গায়
শুনেছি প্রতিটা স্বপ্ন চোখ বুজলেই দেখা যায়
কিছুটা মিলেছে চোখ মেলে, কিছু রয়েছে ঘুমের গায়

তারা আসে প্রতি রাতে এ দু'চোখের দরজাতে
দেখিয়ে যায় কত ছবি, মন হয়েছে ব্যাকুল

দেখেছি এ জীবনকে ছায়া রোদে প্রতি পল
জেতা-হারা ভেবে সাড় খুঁজে যাওয়া ফলাফল
দেখেছি এ জীবনকে ছায়া রোদে প্রতি পল
প্রতি পল



Credits
Writer(s): Rupankar Bagchi, Chand Sadhwani
Lyrics powered by www.musixmatch.com

Link