Tumi Dukkhoi Dile

কবি চায় ছন্দ, রবি চায় নীল
ছবি চায় নায়ক আর নায়িকার মিল
কবি চায় ছন্দ, রবি চায় নীল
ছবি চায় নায়ক আর নায়িকার মিল
আমি চাই যে শুধু তোমাকে
আমি চাই যে শুধুই তোমাকে

ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে
ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে

অন্ধ চায় তার চোখের আলো, আর বোবা চায় তার মুখের ভাষা
অন্ধ চায় তার চোখের আলো, আর বোবা চায় তার মুখের ভাষা
তৃষ্ণা চায় শুধু পানি ও জল, আর বিরহ চায় প্রেম-ভালোবাসা
তোমার হাসি, গান, মান-অভিমান পাগল করেছে আমাকে

ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে
ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে

মালী চায় তার ফুলের বাগান, আর প্রজাপতি চায় ফুলেরই মৌ
মালী চায় তার ফুলের বাগান, আর প্রজাপতি চায় ফুলেরই মৌ
প্রেমিক চায় তার প্রেমিকাকে, আর বর পেতে চায় সুন্দরী বউ
তোমার বুকেতে ঠাঁই দিয়ে গো ধন্য করো আমাকে

ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে
ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে

কবি চায় ছন্দ, রবি চায় নীল
ছবি চায় নায়ক আর নায়িকার মিল
কবি চায় ছন্দ, রবি চায় নীল
ছবি চায় নায়ক আর নায়িকার মিল
আমি চাই যে শুধু তোমাকে
আমি চাই যে শুধুই তোমাকে

ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে
ও আমার জীবন রে, ও আমার জীবনসাথী রে
ও আমার জীবনসাথী রে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link