Ei Brishti Bheja Raate

এই বৃষ্টিভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?

এই বৃষ্টিভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়

এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেন ফোটে না?
ছুঁয়ে ছুঁয়ে যায় না?
মেঘের ভেলা ভাসে না
ভেসে তুমি কেন আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
হৃদয়ে যত অনুভূতি আছে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়

এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
এ পৃথিবী হাসে না
হৃদয়ে দোলা দেয় না
আবেশে জড়ায় না
তুমি কেন কাছে আসো না?

এই বৃষ্টিভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেন আলো দেয় না?
পাখি কেন গান গায় না?
তারা কেন পথ দেখায় না?
তুমি কেন কাছে আসো না?



Credits
Writer(s): George Lincoln D'costa
Lyrics powered by www.musixmatch.com

Link