Ajke Ei Khushir Dine

আজকে এই খুশির দিনে
তোমার এই আগমনে
ধন্য হল এ ভূমি যে
তুমি দেব তুমি দাতা
বিপদে তুমি ত্রাতা
ভাগ্যবিধাতা তুমি যে
আজকে এই খুশির দিনে
তোমার এই আগমনে
ধন্য হল এ ভূমি যে
তুমি দেব তুমি দাতা
বিপদে তুমি ত্রাতা
ভাগ্যবিধাতা তুমি যে
আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন
স্বপ্ন যে সাজে দুচোখে
আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে
আশা জাগালে তুমি শূণ্য বুকে
আজকে এই খুশির দিনে
তোমার এই আগমনে
ধন্য হল এ ভূমি যে
তুমি দেব তুমি দাতা
বিপদে তুমি ত্রাতা
ভাগ্যবিধাতা তুমি যে

ওওও. হারানো সকালে
তোমাকে এ কোলে পারিনি দোলাতে
ওওও. সে ছেলেবেলাতে
পারিনি এ পথে চলতে শেখাতে
হাসি আর খেলাতে পারিনি আমি যে
ওই মন ভোলাতে
ওওও. নিঝুম সেই রাতে
ঘম ঘুম সেই গান
পারিনি শোনাতে
এসেছ সেই তুমি বাড়িয়ে দিতে সেই হাত
দিন দুখির বিপদে
মা মাটি মানুষের সবুজ এ সকাল
এলো তোমার শপথে
আজকে এই খুশির দিনে
তোমার এই আগমনে
ধন্য হল এ ভূমি যে
তুমি দেব তুমি দাতা
বিপদে তুমি ত্রাতা
ভাগ্যবিধাতা তুমি যে



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Deboshree Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link