Projapoti Biskut (From "Projapoti Biskut")

আমি বলছি, "রাজা"
আমি বলছি, "রানী"
আমি তুলছি ফণা
আমি বলছি, "Funny"
আমি বলছি, "ছানা"
আমি কাটছি ছানি

আমি বলছি, "Green tea" (Green?)
আমি বলছি, "লাল চা"
আমি লিখছি serial
আমি শিখছি culture
আমি ভাসান নেত্য (তো?)
আমি নাচছি salsa

উড়ে গেলে যাবে জুড়ে
আঁটকুড়ে বাঁটকুড়ে
দুইয়ে মিলে যাবে tour-এ
কোমর বেঁধে সঙ্গে যাবে কে?

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)
একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট
একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)
একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট

আমি বলছি, "Hero"
আমি বলছি, "হের"
আমি দিচ্ছি tight
আমি ফস্কা গেরো
আমি হাতছি সোজা
আমি ডাকছি, "ফেরো"

জুড়ে গেল পাশাপাশি
ভালবাসা বাসবাসি
এক জাহাজ আলো হাসি
কোমর বেঁধে সঙ্গে যাবে কে?

একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)
একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট
একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট (প্রজাপতি বিস্কুট)
একমুঠো রোদ আর প্রজাপতি বিস্কুট

একমুঠো রোদ আর (আর backpack-এ)
প্রজাপতি বিস্কুট (ঠোঙা মুড়ে ঠিক রাখা থাকে)
একমুঠো রোদ আর (থাক backpack-এ)
প্রজাপতি বিস্কুট

একমুঠো রোদ আর (গেলে উড়ে যাবে জুড়ে আঁটকুড়ে)
প্রজাপতি বিস্কুট (বাঁটকুড়ে)
একমুঠো রোদ আর (দুইয়ে মিলে যাবে জুড়ে রোদ্দুরে)
প্রজাপতি বিষ্কুট



Credits
Writer(s): Shantanu Moitra, Chatterjee Anindya
Lyrics powered by www.musixmatch.com

Link