Phiriye Dewar Gaan

ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেবো আমি
ভেবেছিলাম ঘুরে তাকাবো না
ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি
ভেবেছিলাম উড়িয়ে দেবো ছাই

কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো ওজন বুক
সুখী গাল বোঝে না কবিদের অসুখ
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া
দেবো না, দেবো না, না-না
শত বসন্তের আদরে যেই
রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা
আমার এই ভালো লাগা

আমাকে ঘুড়ি ভেবে উড়াস না
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে

ভেবেছিলাম তোকে নিভিয়ে ফেলবো আমি
ভেবেছিলাম তারা ফোটাবো না
ভালো হতো পেলে সময় অফুরন্ত
ফুরিয়ে যায়, ফিরিয়ে দেওয়া গান

কেন ভাঙছে আকাশ, আমি ভাঙছি না
হয়তো তোর ভেতরেও একই অবস্থা
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া
দেবো না, দেবো না, না-না
শত বসন্তের আদরে যেই
রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা
আমার এই ভালো লাগা

আমাকে ঘুড়ি ভেবে উড়াস না
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে

বুঝবি না, তোর ক্ষতয় হাত বোলালে
জানবি না, কেন যে চোখ ঢাকি
বুঝবি না, কেন ওপাশ ফিরে শুলে
জানতে চাস না, কেন এভাবে থাকি

কেন প্রশ্ন এড়াস, আমি ঠকব না
বিশাল ফারাক আছে, তা কি বুঝিস না?
পাতলা ঠোঁটের ডগায়, সাজানো গল্পের খই
তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ঢাকা
থাক সে পথ ফাঁকা
থাক তোর ডাকে সাড়া
দেবো না, দেবো না, না-না
শত বসন্তের আদরে যেই
রেখেছি বালিশে ঘুম
থাক পাতার ভাঁজে রাখা
আমার এই ভালো লাগা

আমাকে ঘুড়ি ভেবে উড়াস না
নরম আঙুল কেটে যাবে
উপড়ে নেবো নিজেকে



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link