Dhin Dhina Dhin Tak Dhina

ল্যাংচা, ল্যাংচা, ল্যাংচা
ল্যাংচা, ল্যাংচা, ল্যাংচা

হু, ধিন ধিনা ধিন তাক ধিনা ধিন ধিনতা ধিনতা
পাবো না আর চলে গেলে এমন মজার দিন টা

আয়, আয় শক্তিগড়ে শক্তি পরীক্ষাতে
আরে যদি কারো শক্তি থাকে লড় না আমার সাথে
বাহারি পোশাক ফেলে আয় পরে আয় গামছা
খাওয়াবো আয় রসে ভরা শক্তিগড়ের ল্যাংচা

ধিন ধিনা ধিন তাক ধিনা ধিন ধিনতা ধিনতা
পাবো না আর চলে গেলে এমন মজার দিন টা

ল্যাংচা, খাওয়াচ্ছি তোকে ল্যাংচা

তিন তিনা তিন নাত তিনা তিন তোনতানা তিনতা
কোরো না, কোরো না ভাই, আর কোরোনা চিন্তা
গোটা এক ল্যাংচা তোমায় ল্যাংচা দুভাগ করে
ল্যাং আর চা বানিয়ে মুখে দেব ধরে

ল্যাংগীর ল্যাং খাওয়াবো সঙ্গে গরম এই চা
সাজো ভাই জন্মদিনের পোশাকে খাও ল্যাংচা
তিন তিনা তিন নাত তিনা তিন তোনতানা তিনতা
কোরো না, কোরো না ভাই, আর কোরোনা চিন্তা

কিরে লড়বি?
अरे जा, मुँह धो के आ

কে কানায় এলি ওরে বাঁশিটা হাতে ধরে?
এ আমার কণ্ঠে যে রে বাঁকা তলোয়ার
এক কোপে ভাঙবে বাঁশি করবি হাহাকার
হে, হে, হে, হা, হা, হা

ও গোসাই মিথ্যে রাগো মানে মানে পালাও ভাগো
ও হলো যাত্রাদলের টিনের তলোয়ার
ঝকমক করছে শুধুই নেই তো কোন ধার
বলি তাই পালিয়ে বাঁচো আর কোরো না নকশা
আলু-ভাত চচ্চড়িতে হবে তুমি একসা

তিন তিনা তিন নাত তিনা তিন তোনতানা তিনতা
করো না, করো না ভাই, আর করোনা চিন্তা

ধিন ধিনা ধিন তাক ধিনা ধিন ধিনতা ধিনতা
পাবো না আর চলে গেলে এমন মজার দিন টা

লড়ে যাব, লড়ে যাব, লড়ে যাব

কিরে আর নাচবি?
আরে যা বে, তোকে নাচাবো
কেনি তায় নাচতে এলি? এই নাচ কোথায় পেলি?
নাচ-গান তোর যে রে নয় হাল টা হাতে ধর
গরুকে যাবনা খাওয়া, আর না কেটে খড়

কি বাহার তোমার নাচে ডুগডুগি যত আছে!
আপনি বেঁচে চলে লাঠি পড়ে পায়ে
কোমরের দড়ি তোমার দেখতে পাওয়া যায়
বাঁচো ভাই, পালিয়ে বাঁচো মাথায় টেনে ঘোমটা
শিখে এসো মানুষ জাতের নাচ আর গান কোনটা

তিন তিনা তিন নাত তিনা তিন তোনতানা তিনতা
কোরো না, কোরো না ভাই, আর কোরোনা চিন্তা
গোটা এক ল্যাংচা তোমায় ল্যাংচা দুভাগ করে
ল্যাং আর চা বানিয়ে মুখে দেব ধরে

ল্যাংগীর ল্যাং খাওয়াবো সঙ্গে গরম এই চা
সাজো ভাই জন্মদিনের পোশাকে খাও ল্যাংচা
তিন তিনা তিন নাত তিনা তিন তোনতানা তিনতা
ধিন ধিনা ধিন তাক ধিনা ধিন ধিনতা ধিনতা



Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link