Bhalobasha

দেহ গেলে কি যায় বল
মন গেলে ত সবই যায়
দেহ পিঞ্জর ছেড়ে যেমন
প্রাণ পাখিটা চলে যায়
দেহ গেলে কি যায় বল
মন গেলে ত সবই যায়
দেহ পিঞ্জর ছেড়ে যেমন
প্রাণ পাখিটা চলে যায়
ভালবাসা
কি যে বড় দায়
ভালবাসা
এই যে বড় দায়
আবু তালেব
মন যখন থাকে একা
উড়াল পাখির মত
মনের মাঝে মন হারালে
কান্দে অবিরত
মন যখন থাকে একা
উড়াল পাখির মত
মনের মাঝে মন হারালে

কান্দে অবিরত

হারালে মন এক জিবনে
তারে কি আর পাওয়া যায়
দেহ গেলে কি যায় বল
মন গেলে ত সবই যায়
ভালবাসা
এই যে বড় দায়
ভালবাসা
কি যে বড় দায়
আবু তালেব
মনটা যে এক শ্রাবণ আকাশ
এই হাসে এই কাদে
সব হারিয়ে বারে বারে
আশাতে বুক বাধে
মনটা যে এক শ্রাবণ আকাশ
এই হাসে এই কাদে
সব হারিয়ে বারে বারে

আশাতে বুক বাধে
দুঃক্ষ সুখের দোলায় চলে

জিবন তরী ভেসে যায়

দেহ গেলে কি যায় বল
মন গেলে ত সবই যায়

ভালবাসা
কি যে বড় দায়
ভালবাসা
এই যে বড় দায়
দেহ গেলে কি যায় বল
মন গেলে ত সবই যায়
দেহ পিঞ্জর ছেড়ে যেমন
প্রান পাখিটা চলে যায়
দেহ গেলে কি যায় বল
মন গেলে ত সবই যায়
দেহ পিঞ্জর ছেড়ে যেমন
প্রাণ পাখিটা চলে যায়
ভালবাসা
কি যে বড় দায়
ভালবাসা
কি যে বড় দায়
আবু তালেব



Credits
Writer(s): Hemanta
Lyrics powered by www.musixmatch.com

Link