O Pankhi Uirya Jao Re (Original)

ও পঙ্খি উইড়া যাও রে
সুরমা নদীর পার
দুই হাতে আগুলি যৌবন
রাখবো কত আর পঙ্খি রে

উজান গাঙ্গে থাক বন্ধু রে
বন্ধু ভাটিয়াল গাঙ্গে থানা
নিদয়া বন্ধুর লাগি
মন হইলো দিওয়ানা বন্ধু রে

সুজন বন্ধু পাইয়া নাও
একখান কথা কইয়া যাও
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও গো
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

রাঙ্গা ঠোঁটে রাঙ্গা পান
সরমে রাঙ্গাইয়ো প্রাণ
হাসির বিজুলি দিয়া পরাণ রাঙ্গাও গো

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও

বসে রইলাম নদীর ঘাটে রে
বন্ধু তোমায় পাইবার আশে যে
তোমায় পাইবার আশে
মাস যায় বছর যায় প্রাণ বন্ধু নাই আসে
সোনার বরণ হইলো কালা
পিরীতির ওই এমনি জ্বালা
ভাটিয়ালি গান গাইয়া
পরান জুড়াও গো

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
সুজন বন্ধু বাইয়া নাও
একখান কথা কইয়া যাও
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও গো
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও



Credits
Writer(s): Amitava Chowdhury, Nirmalendu Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link