Ore Mon

ওরে মন
ওরে মন
ওরে মন

কালবৈশাখী ঝড়ের মতো
আছড়ে পড়িস আমার চোখে-মুখে
মিশে যেতে চাস আমার মাঝে
দেখেও না দেখার ভান করি আমি
আমার ভয় কাটে না

কালবৈশাখী ঝড়ের মতো
আছড়ে পড়িস আমার চোখে-মুখে
মিশে যেতে চাস আমার মাঝে
দেখেও না দেখার ভান করি আমি
আমার ভয় কাটে না কিছুতেই

ওরে মন
ওরে মন
ওরে মন
কালবৈশাখী

দূরত্ব কমে আসে দিনে দিনে
নিজেকে বোঝা হয়ে ওঠেনি আজও
আমি তোকে বুঝি কি করে?
দূরত্ব কমে আসে দিনে দিনে
নিজেকে বোঝা হয়ে ওঠেনি আজও
আমি তোকে বুঝি কি করে?
আমার ভয় কাটে না কিছুতেই

ওরে মন
ওরে মন
ওরে মন

এমন এক পৃথিবী দেখাতে চাস
যা দেখা হয়ে ওঠেনি আজও
নিজেকে দেখিনি আমি এখনও
এমন এক পৃথিবী দেখাতে চাস
যা দেখা হয়ে ওঠেনি আজও
নিজেকে দেখিনি আমি এখনও
আমার ভয় কাটে না কিছুতেই

কালবৈশাখী ঝড়ের মতো
আছড়ে পড়িস আমার চোখে-মুখে
মিশে যেতে চাস আমার মাঝে
দেখেও না দেখার ভান করি আমি
আমার ভয় কাটে না কিছুতেই

ওরে মন
ওরে মন
ওরে মন
ওরে মন
ওরে মন
ওরে মন
কালবৈশাখী



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link