Sheser Dine Par Ghatete

শেষের দিনে পার ঘাটেতে মাঝি হয়ে করবে পার
শেষের দিনে পার ঘাটেতে মাঝি হয়ে করবে পার
স্বয়ং মহাকাল থাকলে সহায়, ও পাগল মন, ভয় কী আর?
মন জপো শিব শিব নাম, এই নামেতেই পাবে মোক্ষ ধাম

শেষের দিনে পার ঘাটেতে মাঝি হয়ে করবে পার
শেষের দিনে পার ঘাটেতে মাঝি হয়ে করবে পার
স্বয়ং মহাকাল থাকলে সহায়, ও পাগল মন, ভয় কী আর?
মন জপো শিব শিব নাম, এই নামেতেই পাবে মোক্ষ ধাম

হর হর মহাদেব শিব শম্ভু
হর হর মহাদেব শিব শম্ভু
হর হর মহাদেব শিব শম্ভু
হর হর মহাদেব শিব শম্ভু

যদি ভুলের পাহাড় তোমার হয় গো জড়ো
যদি পাপের সাগর তুমি তৈরি করো
যদি ভুলের পাহাড় তোমার হয় গো জড়ো
যদি পাপের সাগর তুমি তৈরি করো
তোমায় পাপী বলে যদি কয় সকলে
তুমি যাও ডুবে রসাতলে
তুমি যাও ডুবে রসাতলে

শিব নামেতে যাবে কেটে তোমার মনের অন্ধকার
স্বয়ং মহাকাল থাকলে সহায়, ও পাগল মন, ভয় কী আর

জয় অভয়ঙ্কর, জয় জয় শঙ্কর
জয় শুভঙ্কর, জয় জয় শঙ্কর

জয় জয় বিশ্বনাথ বাবা জয় হে
জয় জয় ঊমানাথ বাবা জয় হে
জয় জয় তারকনাথ বাবা জয় হে
জয় জয় কেদারনাথ বাবা জয় হে

তোমার নাই থাক পুণ্যের কানাকড়ি
যদি কর্মফলেও তুমি হও ভিখারি
তোমার নাই থাক পুণ্যের কানাকড়ি
যদি কর্মফলেও তুমি হও ভিখারি
শিবের ভক্ত হলে তার মহিমা বলে
ওই বৈতরণী দেবে পাড়ি
ওই বৈতরণী দেবে পাড়ি

শিব লোকেতে যাবে তুমি, রুখবে তোমায়, সাধ্য কার?
শিব লোকেতে যাবে তুমি, রুখবে তোমায়, সাধ্য কার?
স্বয়ং মহাকাল থাকলে সহায়, ও পাগল মন, ভয় কী আর?

শেষের দিনে পার ঘাটেতে মাঝি হয়ে করবে পার
শেষের দিনে পার ঘাটেতে মাঝি হয়ে করবে পার
স্বয়ং মহাকাল থাকলে সহায়, ও পাগল মন, ভয় কী আর?
মন জপো শিব শিব নাম, এই নামেতেই পাবে মোক্ষ ধাম



Credits
Writer(s): Bhushan Dua, Ratan Shaha, Ramanuj Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link