Nirobe

দিশেহারা এই হৃদয় আমার বড় কস্ট পেয়েছে
বারেবারে এই আমায় শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে
সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি।

দিশেহারা এই হ্রদয় আমার বড় কস্ট পেয়েছে
বারেবারে এই আমায় শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে
সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি।

অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নিরবে...
আশা ছিল সুখী হব তোমায় কাছে পেয়ে
সুখী আমি হয়েছি ঠিকি সুধু তুমি বোঝনি
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নিরবে...
ভুল বুঝে ভুল করে হারাতে চাইনা তোমাকে
বেঁচে থাকার আশা আছে
এখনো তোমাকে ঘিরে
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নিরবে...
দিশেহারা এই হৃদয় আমার বড় কস্ট পেয়েছে
বারেবারে এই আমায় শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে
সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি।
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নিরবে ফুরিয়ে যাই
নিরবে...



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link