Ure Geche

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ
এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন

খেয়ালি এ হাওয়া তোকে কিছু বলছে না আর
নিজেরই মনে সে একা একা ভাঙছে পাহাড়
খেয়ালি এ হাওয়া তোকে কিছু বলছে না আর
নিজেরই মনে সে একা একা ভাঙছে পাহাড়

এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন

না যদি সে আসে ভাসে কিনা দু'চোখের কোণ
সেই গাঁথা সেই ব্যথা হাসিদের কাছে গিয়ে শুন
না যদি সে আসে ভাসে কিনা দু'চোখের কোণ
সেই গাঁথা সেই ব্যথা হাসি দের কাছে গিয়ে শুন

এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন

উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম
মনে মনে একশ রঙ বেলুন
চুপি চুপি গল্প হবি আয়
তোকে খুব লেগেছে দারুণ

এভাবে চলবে আর ক'দিন
আমাকে বন্ধু করে নে
মনের অবস্থা খুব কঠিন
আমাকে একটু জায়গা দে
তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link