Ebar Jeno Onno Rokom Pujo

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

হালকা হাওয়ার মতন
চাইছি এসো এখন
করছে তোমায় দেখে
অল্প বেঈমানী মন

বাঁধবো তোমার সাথে
আমি আমার জীবন

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

চাইলে আশকারা পাক
বেঁচে থাকার কারণ
আজকে হাতছাড়া যাক
ব্যস্ততার বারণ

লিখবো তোমার হাতে
আমি আমার মরণ

আমি তোমার কাছেই রাখবো
আজ মনের কথা হাজার
দিয়ে তোমার কাজল আঁকবো
আজ সারা দিনটা আমার

তুমি বৃষ্টি হয়ে নামলে
তুমি বৃষ্টি হয়ে নামলে
আর কমলো চিন্তা আমার



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link