Tomake Bujhina Priyo (From "Projapoti Biskut") (Male Vocals)

তোমাকে বুঝিনা, প্রিয়
বোঝোনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়
তোমাকে বুঝিনা, প্রিয়
বোঝোনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়

গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায়

তোমাকে জানিনা, প্রিয়
জানোনা তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
তোমাকে জানিনা, প্রিয়
জানোনা তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়

দু' চোখে তার পান্না বাহার
দু' চোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়

তোমাকে ডাকিনা, প্রিয়
ডাকোনা তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়
তোমাকে ডাকিনা, প্রিয়
ডাকোনা তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়

তুলনাহীনা জলের কিনার
তুলনাহীনা জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়



Credits
Writer(s): Shantanu Moitra, Ritam Sen
Lyrics powered by www.musixmatch.com

Link