Jaat Gelo

জাত গেল জাত গেল বলে
জাত গেল জাত গেল বলে
সত্য পথে কেউ নয় রাজি
সত্য পথে কেউ নয় রাজি
সব দেখি মন তা না না না
জাত গেল জাত গেল বলে

আসবার সময় কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
যাবার বেলায় কি জাত হবে
ভেবে একবার তাও বলো না
জাত গেল জাত গেল বলে

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একই জলে সব গো সুচি
দেখে শুনে হয় না রুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না
জাত গেল জাত গেল বলে

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
লালন বলে জাত কারে কয়
এ ভ্রমও তো গেল না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে
সত্য পথে কেউ নয় রাজি
সত্য পথে কেউ নয় রাজি
সব দেখি মন তা না না না
জাত গেল জাত গেল বলে
জাত গেল জাত গেল বলে
জাত গেল জাত গেল বলে

গুনে পড়ে সারলি দফা
গুনে পড়লি
গুনে পড়ে সারলি দফা
চিনলি না মন কোথায় সে ধন
চিনলি না মন কোথায় সে ধন
ভাজলি বেগুন পরের তেলে
গুনে পড়ে সারলি দফা
করলে রফা গোলেমালে
গুনে পড়ে সারলি দফা

করলি বহুত পড়াশোনা
কাজে কামে ঝলসে কানা
কথায় তো চিড়ে ভেজে না
জল কিম্বা দুধ না দিলে
গুনে পড়ে সারলি দফা

করলি বহুত পড়াশোনা
কাজে কামে ঝলসে কানা
কথায় তো চিড়ে ভেজে না
জল কিম্বা দুধ না দিলে
গুনে পড়ে সারলি দফা
করলে রফা গোলেমালে

চিনলি না মন কোথায় সে ধন
ভাজলি বেগুন পরের তেলে
গুনে পড়ে সারলি দফা

আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন
আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন
বাবার হোটেল ভাঙবে যখন
বাবার হোটেল ভাঙবে যখন
খাবি তখন কার বা থালে
গুনে পড়ে সারলি দফা
করলে রফা গোলেমালে

হায় কি মজার তিলে খাজা
খেয়ে দেখলি না মন কেমন মজা
হায় কি মজার তিলে খাজা
খেয়ে দেখলি না মন কেমন মজা
লালন কয় বেজাতির রাজা
লালন কয় বেজাতির রাজা
হয়ে রইলি একই কালে
গুনে পড়ে সারলি দফা
করলে রফা গোলেমালে

চিনলি না মন কোথায় সে ধন
ভাজলি বেগুন পরের তেলে
গুনে পড়ে সারলি দফা
করলে রফা গোলেমালে
গুনে পড়ে সারলি দফা



Credits
Writer(s): Fakir Lalon Shai
Lyrics powered by www.musixmatch.com

Link