Mukhchora Gaan (From "Projapoti Biskut")

ইচ্ছে ঘুড়ি, ইলশেগুঁড়ি
মেঘের উঠোন, চরকা বুড়ি
সাবধানে, এই গানে
কাটুম-কুটুম, বুদ্ধু-ভুতুম
চাঁদের কপালটি দিয়ে ঘুম
সাবধানে, এই গানে

তুলোর পুতুল, বেয়াড়া জড়ুল
আনকোরা
এই না বলা গান মুখচোরা

এতল-বেতল, সোনার শেকল, হাত জোড়া
এক না বলা গান মুখচোরা
এ গানে...

এই গানে থাক সাবধানে

সোনার কাঠি ছুঁলো যেই
এই আছে, এই তো নেই
বুকের ভেতর, বুকের ভেতর
কে হয় সে তোর?

ঘুম পাড়ানি ইচ্ছেরা
ঘুম দু'চোখে দিচ্ছে না
বুকের ভেতর, বুকের ভেতর
বল না কে তোর?

শীতল পাটি, খেলনা বাটি, খুচরোরা
এই না বলা গান মুখচোরা
কমিয়ে ডাঙা, আলতা রাঙা, ভাঙা-চোরা
এক না বলা গান মুখচোরা
এ গানে...

ইচ্ছে ঘুড়ি, ইলশেগুঁড়ি
মেঘের উঠোন, চরকা বুড়ি
সাবধানে, এই গানে
কাটুম-কুটুম, বুদ্ধু-ভুতুম
চাঁদের কপালটি দিয়ে ঘুম
সাবধানে, এই গানে

তুলোর পুতুল, বেয়াড়া জড়ুল
আনকোরা
এই না বলা গান মুখচোরা

এতল-বেতল, সোনার শেকল, হাত জোড়া
এক না বলা গান মুখচোরা
এ গানে...

এই গানে থাক সাবধানে

এই গানে থাক সাবধানে



Credits
Writer(s): Shantanu Moitra, Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link