Moina Go

ময়না গো
ও মোর ময়না গো
ময়না গো
ও মোব় ময়না গো

ও মোব় ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তু়মি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা
ও মোর ময়না গো...

দূর দূব় দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
সবুজে সবুজে ভব়া বনানী
ফুব়াবে ফাগুন বুঝি জানো নি
সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি
হায়রে হায়রে বুঝি তা জানো নি

ময়না গো, ও মোর ময়না গো
কার কাব়ণে তুমি একেলা...
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিব়বেনা
ও মোর ময়না গো...

ঝর ঝর ঝব় দু' নয়নে ঝর ঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে
ঝর ঝর ঝর দু' নয়নে ঝর ঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেলো যাকনা
নীল আকাশে মেলে পাখনা
যা কিছু হারায়ে গেলো যাকনা
নীল আকাশে মেলে পাখনা
দার দার মেলে পাখনা

ময়না গো, ও মোব় ময়না গো
কাব় কাব়ণে তুমি একেলা...
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিব়বেনা, ফিব়বেনা
ও মোর ময়না গো...



Credits
Writer(s): Jitendrajit Das
Lyrics powered by www.musixmatch.com

Link