Amar Bondhu Doyamoy

আমার বন্ধু দয়াময় (বন্ধু দয়াময়)
তোমারে দেখিবার মনে লয় (তোমারে দেখিবার মনে লয়)

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয়, বন্ধু রে?

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

কদম ডালে বইসা রে, বন্ধু
ভাঙো কদমের আগা
কদম ডালে বইসা রে, বন্ধু
ভাঙো কদমের আগা
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

তমাল ডালে বইসা রে, বন্ধু
বাজাও রঙের বাশি
তমাল ডালে বইসা রে, বন্ধু
বাজাও রঙের বাশি
সুর শুনিয়া রাধার মন
হইলো উদাসী, বন্ধু রে

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মনের আগুন
কে দিলা জ্বালাইয়া রে?

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয়, বন্ধু রে?

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়



Credits
Writer(s): Radha Romon Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link