Bhul Korechi

রঙ মশাল, আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কতদূর পৌঁছবে
মুখচোরা, আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে

মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ?
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না...

ভুল করেছি, ভুল করেছি
আমি জানি...
কেউ বুঝবে না, এই বুক জুড়ে
কতখানি...
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই
ভাবতে পারি না, ভাবতে পারি না
ভাবতে পারি না, ভাবতে পারি না

রাস্তা পার, পারেনি করতে দু পা আমার
চিন্তাগুলো ভাষা পায়নি আর
যা কিছু ভেবেছি আমি জীবনে
তোদের কথাই প্রথম এই মনে...

মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ?
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না...

ভুল করেছি, ভুল করেছি
আমি জানি...
কেউ বুঝবে না, এই বুক জুড়ে
কতখানি...
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই
ভাবতে পারি না, ভাবতে পারি না
ভাবতে পারি না, ভাবতে পারি না

ভুল করেছি, ভুল করেছি
আমি জানি... (আমি জানি)
কেউ বুঝবে না, এই বুক জুড়ে
কতখানি... (কতখানি)
তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই
ভাবতে পারি না, ভাবতে পারি না
ভাবতে পারি না, ভাবতে পারি না

ভুল করেছি, ভুল করেছি
আমি জানি... (আমি জানি)
কেউ বুঝবে না, এই বুক জুড়ে...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link