Tomar Dyakha Naai (From "Bolo Dugga Maiki")

জানিনা কেন hello-hello হয়ে আছি, উড়ে গেছে ঘুম
জানিনা কেন তালেগোলে হলো বলে future doom
জানিনা কেন গায়ে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ভনভন
জানিনা কেন ধরা দিতে দিতে পাখি হয়ে গেছে gone, whoa

কবে, কবে-কবে গো
হবে, হবে-হবে গো
আমায় দেখা দেবে গো
বলোনি তো

তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই

বলোনি তো
তোমার দেখা নাই
বলোনি তো
তোমার দেখা নাই

গিলেছি আজেবাজে tablet
নিয়েছি বোকা বোকা tension
হয়েছি ধীরে ধীরে গুবলেট
পেয়েছি খামোখা reaction, whoa

গিলেছি আজেবাজে tablet
নিয়েছি বোকা বোকা tension
হয়েছি ধীরে ধীরে গুবলেট
পেয়েছি খামোখা reaction

কবে, কবে-কবে গো
হবে, হবে-হবে গো
আমায় দেখা দেবে গো
বলোনি তো

তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই

বলোনি তো
তোমার দেখা নাই
বলোনি তো
তোমার দেখা নাই

নিজেকে পদে পদে আটকাই
তবুও লেগে যায় খটকা
আমিও জেনেশুনে লাট খাই
কিছুটা তেঁতে ওঠে মটকা

নিজেকে পদে পদে আটকাই
তবুও লেগে যায় খটকা
আমিও জেনেশুনে লাট খাই
কিছুটা তেঁতে ওঠে মটকা

কবে, কবে-কবে গো
হবে, হবে-হবে গো
আমায় দেখা দেবে গো
বলোনি তো

তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই
তোমার দেখা নাই গো বন্ধু
তোমার দেখা নাই

বলোনি তো
তোমার দেখা নাই
বলোনি তো
তোমার দেখা নাই



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link