Etai Valobasha

পথে চলতে পথ চলতে.
কখনো পিছু থমকে.
বার বার শুধু ফিরে চাওয়া.
বার বার একই গান গাওয়া.
এটাই বোধ হয় ভালবাসা.
এটাই বোধ হয় প্রেম.

নীলিমার পানে মুগ্ধ চোখে.
নিরবে শুধু চেয়ে থাকা.
কারো দুটি খোলা চোখে.
অপরূপ যেন শুধু দেখা.
ভালো লাগা ভালো লাগা.
দারুন ভালো লাগা.
এটাই বোধ হয় ভালোবাসা.
এটাই বোধ হয় প্রেম.

সময় যেন কাটে না আর.
এক ঘেয়ে লাগে না কিছু.
সময় যেন মন শুধু.
ছুটে যায় স্বপ্নের পিছু.
ভাল লাগা ভাল লাগা.
দারুন ভালো লাগা.
এটাই বোধ হয় ভালোবাসা.
এটাই বোধ হয় প্রেম.



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link