Bhebe Dekh Mon

ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভুলো না দক্ষিণাকালী
বদ্ধ হয়ে মায়াজালে
ভুলো না দক্ষিণাকালী
বদ্ধ হয়ে মায়াজালে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
যার জন্য মরো ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে
যার জন্য মরো ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে
সেই প্রেয়সী দিবে ছড়া
অমঙ্গল হবে বলে
সেই প্রেয়সী দিবে ছড়া
অমঙ্গল হবে বলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
দিন দুই তিনের জন্য ভবে
কর্তা বলে সবাই মানে
দিন দুই তিনের জন্য ভবে
কর্তা বলে সবাই মানে
সে কর্তারে দেবে ফেলে
কালাকালের কর্তা এলে
সে কর্তারে দেবে ফেলে
কালাকালের কর্তা এলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
শ্রী রামপ্রসাদ বলে
শমন যখন ধরবে চুলে
শ্রী রামপ্রসাদ বলে
শমন যখন ধরবে চুলে
ডাকবি কালী কালী বলে
কী করতে পারবে কালে
ডাকবি কালী কালী বলে
কী করতে পারবে কালে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে
ভুলো না দক্ষিণাকালী
বদ্ধ হয়ে মায়াজালে
ভুলো না দক্ষিণাকালী
বদ্ধ হয়ে মায়াজালে
ভেবে দেখ মন কেউ কারো নয়
মিছে ভ্রম ভূমন্ডলে



Credits
Writer(s): Upali Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link