Ae Jibane Aka Path Chala

এ জীবনে একা পথচলা
দিয়ে গেলে শুধু অবহেলা
এ জীবনে একা পথচলা
দিয়ে গেলে শুধু অবহেলা

সুরে সুরে বাঁধা সেই গান
হয়নি গাওয়া
ফুলে ফুলে মালা গেঁথে
ছিঁড়ে ফেলা

এ জীবনে একা পথচলা
দিয়ে গেলে শুধু অবহেলা
এ জীবনে একা পথচলা

বলেছিলে কাছে আসবে গো
আমায় আবার ভালোবাসবে গো
বলেছিলে কাছে আসবে গো
আমায় আবার ভালোবাসবে গো
রাখোনি তুমি তোমার সে কথা
আছে যে এক বুক জমানো ব্যথা

এ জীবনে একা পথচলা
দিয়ে গেলে শুধু অবহেলা
এ জীবনে একা পথচলা

মনে পড়ে সেই দিনগুলো
কত যে প্রেমে ভরা ছিল
মনে পড়ে সেই দিনগুলো
কত যে প্রেমে ভরা ছিল
ভেঙ্গে গেছে সে স্বপ্ন আমার
এ বেঁচে থাকা স্মৃতি নিয়ে তার

এ জীবনে একা পথচলা
দিয়ে গেলে শুধু অবহেলা
এ জীবনে একা পথচলা
দিয়ে গেলে শুধু অবহেলা

সুরে সুরে বাঁধা সেই গান
হয়নি গাওয়া
ফুলে ফুলে মালা গেঁথে
ছিঁড়ে ফেলা

এ জীবনে একা পথচলা



Credits
Writer(s): Rajat Guha
Lyrics powered by www.musixmatch.com

Link