Tomar Oi Chokher Banshi

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি

তবু সেই মরণ আমি ভালোবাসি

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি

কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো
প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল
ও, কথার কাঁটাগুলো পথের কাঁটা হলো
প্রেমের ব্যথাগুলো প্রেমিক করে নিল

ও, মনের ঘরে রয় না মন, হই প্রবাসী

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি

রূপের জ্বালা গুলো আগুনজ্বালা হলো
আঁচল-বাঁধন গুলো আমায় ফাঁসি দিলো
ও, রূপের জ্বালা গুলো আগুনজ্বালা হলো
আঁচল-বাঁধন গুলো আমায় ফাঁসি দিলো

ও, আমি তো নই আমি, এক উদাসী

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি

তবু সেই মরণ আমি ভালোবাসি

তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
তোমার ঐ মুখের হাসি মরণ হাসি



Credits
Writer(s): Alauddin Ali, Gazi Majharul Anowar
Lyrics powered by www.musixmatch.com

Link