Gopon Prane Ekla Manush

গোপন প্রাণে একলা, একলা মানুষ যে
গোপন প্রাণে
তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে, রাখিস নে
গোপন প্রাণে

তার একলা ঘরের ধেয়ান হতে
উঠুক না গান নানা স্রোতে
তার একলা ঘরের ধেয়ান হতে
উঠুক না গান নানা স্রোতে
তার আপন সুরের ভুবনমাঝে
তারে থাকতে দে

গোপন প্রাণে

তোর প্রাণের মাঝে একলা, একলা মানুষ যে
তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে, রাখিস নে
তোর প্রাণের মাঝে একলা, একলা মানুষ যে
তারে দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে, রাখিস নে

কোন আরেক একা ওরে খোঁজে
সেই তো ওরই দরদ বোঝে
কোন আরেক একা ওরে খোঁজে
সেই তো ওরই দরদ বোঝে
যেন পথ খুঁজে পায় কাজের ফাঁকে
ফিরে না যায় সে

গোপন প্রাণে একলা, একলা মানুষ যে
গোপন প্রাণে
তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে, রাখিস নে
গোপন প্রাণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link