Bharoto Bhagyo Bidhata

অহরহ তব আহ্বান প্রচারিত
শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক
মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে
তব সিংহাসন পাশে
প্রেমহার হয় গাঁথা
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা
যুগ যুগ ধাবিত যাত্রী
হে চিরসারথি, তব রথচক্রে
মুখরিত পথ দিনরাত্রি
দারুণ বিপ্লব-মাঝে
তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা
জনগণপথপরিচায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে
পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল
নতনয়নে অনিমেষে
দুঃস্বপ্নে আতঙ্কে
রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা
জনগণদুঃখত্রায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয়় হে, জয়় হে
জয় জয় জয় জয় হে

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি
পূর্ব-উদয়গিরিভালে
গাহে বিহঙ্গম, পূণ্য সমীরণ
নবজীবনরস ঢালে
তব করুণারুণরাগে
নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা
জয় জয় জয় হে জয় রাজেশ্বর
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link