Nivrito Praner Devota

রবীন্দ্রনাথের সাধন-পন্থা এদেশিয় বা বিদেশিয়, কোনো সাধন-পন্থার সঙ্গে মেলে না
ইহাকে subjective individualism বলো, স্বানুভূতি বলো, আর যাই বলো
তাহাতে কিছুই আসে-যায় না
পৃথিবীতে এ পর্যন্ত যেকোনো সাধক যথার্থ কোনো সত্য উপলব্ধিতে আসিয়া পৌঁছিয়াছেন
এবং কোনো সত্য বাণী প্রচার করিয়াছেন
তিনি আপনার পথেই আপনি চলিয়াছেন, দশের পথে যান নাই
শাস্ত্রবাক্যকে অভ্রান্ত বলিয়া মানেন নাই
একেবারে তীরের মতো সোজা সেই পরম লক্ষ্যে গিয়া বিদ্ধ হইয়াছেন
পূজারী রবীন্দ্রনাথ তাই অনায়াসেই বলতে পারেন

নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা
ভক্ত, সেথায় খোলো দ্বার আজ লব তাঁর দেখা
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা

সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহি রে
সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহি রে
সন্ধ্যাবেলার আরতি হয় নি আমার শেখা

নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা

তব জীবনের আলোতে জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে সাজাব আমার থালি
তব জীবনের আলোতে জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে সাজাব আমার থালি

যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা
যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা
সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা

নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা
ভক্ত, সেথায় খোলো দ্বার আজ লব তাঁর দেখা
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link