Ei Ki Prem

বারে বারেই দেখা হয়ে যায়
ফিরে ফিরে কেনো সে তাকায়
ঘুম আসে না, দিন কাটে না আর

কানে কানে শুনছি দিন রাত
কিছু কিছু তার কথা হঠাৎ
মন পারে না, ভুল ভাঙে না আমার

কেনো রে এমন, ওঠা পড়া হয় বুকে?
কি কারণে মন, আরো ডুবছে অসুখে?

এ কি প্রেম?
নাকি এলো দিন কিছু না পাওয়ার?
এ কি প্রেম?
নাকি এলো রাত জেগে কাটাবার?
এ কি প্রেম?
নাকি এলো দিন কিছু না পাওয়ার?
এ কি প্রেম?
নাকি এলো রাত জেগে কাটাবার?

কেনো রে এমন ওঠাপড়া হয় বুকে?
কি কারণে মন আরো ডুবছে অসুখে?

এ কি প্রেম?
নাকি এলো দিন কিছু না পাওয়ার?
এ কি প্রেম?
নাকি এলো রাত জেগে কাটাবার?
ও হো... ও ও

কাছে পিঠে ঘুরে গেলি তুই
আমি তো আর ভাবছি না কিছুই
লোক মানি না, জন মানি না আর

চুপি চুপি কতো কথা তোর
চোখে চোখে কিসের এত ভোর
তোর চাউনির রেশ বড় অবিচার

কেনো রে এমন টালমাটালে আমি?
কি কারণে মন তোকে ভাবছে আগামি?

এ কি প্রেম?
নাকি এলো দিন কিছু না পাওয়ার?
এ কি প্রেম?
নাকি এলো রাত জেগে কাটাবার?
ও হো... ও ও



Credits
Writer(s): Prasen, Rishi Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link