Ahare Mon

আমরা যারা এই চেহারা
হন্যে হয়ে রোজ পাহারা,
তাও শুকিয়ে যায় ফোয়ারা,
প্রেম পালিয়ে যায় ।

আলোর দড়ি জড়ায় তাকে,
এমনিতে সে একলা থাকে,
আজ কে জানে, কিসের ডাকে,
প্রেম পালিয়ে যায় ।

আহারে মন, আহারে মন, আহারে মন
আহারে আহা ... । - [ ২ বার ]

আমরা যারা রঙ তুলিতে,
স্বপ্ন ভরা এই ঝুলিতে... । - [ ২ বার ]
মরবো ভাবি সেই গুলিতে
সে যদি তাকায় ।

আমরা যারা এই চেহারা,
খেলছি তবু রোজ গোহারা,
হারছি হেরে সর্বহারা,
প্রেম পালিয়ে যায় ।

আহারে মন, আহারে মন, আহারে মন
আহারে আহা ... । - [ ২ বার ]

যেই ক্যামেরা দিচ্ছো খালি পোজ,
ছদ্মবেশে ঘুরছি আমি রোজ । - [ ২ বার ]

পদ্মপাতা জল, কাপছে টলমল,
এই বুঝি সে আমার নিলো খোঁজ ।

আমরা যারা এই চেহারা
হন্যে হয়ে রোজ পাহারা,
তাও শুকিয়ে যায় ফোয়ারা,
প্রেম পালিয়ে যায় ।

আহারে মন, আহারে মন, আহারে মন
আহারে আহা ... । - [ ৪ বার ]

][ সমাপ্ত ][



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link