Pinakete Laage Tonkar

পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার
বসুন্ধরার পঞ্জরতলে
কম্পন জাগে শঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার

আকাশেতে ঘোরে ঘূর্ণি
সৃষ্টির বাঁধ চূর্ণি
আকাশেতে ঘোরে ঘূর্ণি
সৃষ্টির বাঁধ চূর্ণি
বজ্রভীষণ গর্জনরব
প্রলয়ের জয়ডঙ্কার

পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার

স্বর্গ উঠিছে ক্রন্দি
সুরপরিষদ বন্দী
স্বর্গ উঠিছে ক্রন্দি
সুরপরিষদ বন্দী
তিমিরগহন দুঃসহ রাতে
উঠে শৃঙ্খলঝঙ্কার

দানবদম্ভ তর্জি
রুদ্র উঠিল গর্জি
দানবদম্ভ তর্জি
রুদ্র উঠিল গর্জি
লণ্ডভণ্ড লুটিল ধুলায়
অভ্রভেদী অহঙ্কার

পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার
বসুন্ধরার পঞ্জরতলে
কম্পন জাগে শঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার
পিনাকেতে লাগে টঙ্কার



Credits
Writer(s): Ramkrishna Pal
Lyrics powered by www.musixmatch.com

Link