Nodir Opare Ghano Kuasha

নদীর ওপারে ঘন কুয়াশায়
কুশায়ার ফুল কুড়াতে এলে
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান
রচে ব্যবধান তোমার আমার
রচে ব্যবধান দুই বাংলার
তাই কি এলে?
ওপারের মেয়ে সব কাজ ফেলে
তাই কি এলে?
কুয়াশার সেতু বাঁধবে বলে
তাই কি এলে?

রেলগাড়ি ওই চলে গেল শোনো রাত্রি চিড়ে
কথা ডুবে গেল অতল তিমিরে
অপলক তুমি চেয়ে আছো মুখে, অপরিচিতা
কুয়াশায় গড়া অলীক মানবী, কুয়াশাবৃতা

ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু, উঠেছে হাওয়া
মুহূর্ত যায় ছিঁড়ে চলে গেলে গল্প-কায়া
পাগল হওয়া
রক্তে জোয়ার হলো দুর্বার, তোমাকে চাওয়া
তোমাকে চাওয়া

কাফের, তোমাকে ভালোবাসলাম বলে
ছায়া মরে গেল, তারা নিভে গেল, সাগর উঠলো জ্বলে
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি, শিহরিত হলো সকল সৃষ্টি
পাহাড় পড়লো টলে
এ দুঃসময়, এ ঘোর প্রলয়
কেবল তোমাকে ভালোবাসলাম বলে
কাফের, তোমাকে ভালোবাসলাম বলে

অকালবোধনে বসন্ত এলো
কৃষ্ণচূড়া অবনত হলো ফুলে
চরাচর জুড়ে এলো হাওয়া উত্তাল
নাচে ধমনীতে শোণিতের স্রোতে উদ্দাম মহাকাল
কাফের, তোমাকে ভালোবাসলাম বলে



Credits
Writer(s): Debajyoti Mishra, Aparna Sen
Lyrics powered by www.musixmatch.com

Link