Pothohara Tumi Pothik Jeno Go

পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে
ওগো যাও, কোথা যাও
ওগো যাও, কোথা যাও
সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নে
তুমি চাও, কারে চাও
তুমি চাও, কারে চাও

কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী
মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে ধাও
কোন মায়াপুরী পানে ধাও
ওগো যাও, কোথা যাও
ওগো যাও, কোথা যাও

পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে
ওগো যাও, কোথা যাও
ওগো যাও, কোথা যাও



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link