Jani Jani Holo Jabar Ayojon

জানি, জানি হল যাবার আয়োজন
জানি, জানি হল
তবু, পথিক, থামো
তবু, পথিক, থামো
থামো কিছুক্ষণ
জানি, জানি হল যাবার আয়োজন

শ্রাবণগগন বারি-ঝরা
কাননবীথি ছায়ায় ভরা
শুনি জলের ঝরোঝরে
যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন
জানি, জানি হল

যখন বাদলশেষের পাখি
পথে পথে উঠবে ডাকি ডাকি
যেয়ো যখন বাদলশেষের পাখি
পথে পথে উঠবে ডাকি ডাকি

যেয়ো যখন শিউলিবনের মধুর স্তবে
জাগবে শরৎলক্ষ্ণী যবে
শুভ্র আলোর শঙ্খরবে
পরবে ভালে মঙ্গলচন্দন
জানি হল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link