Kato Raaginir Bhul Bhangate

কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেলো যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে

কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেলো যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক

দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে
দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে
কত মেঘ ঝরে গেছে গো
আকাশে নীল আভা লাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক

তুফান তোমার সাগরে
তবু মোর হিয়া ডুব দিলো যে
তোমার মনের অতলে
ঝিনুকে মুক্তা ছিল যে

তুফান তোমার সাগরে
তবু মোর হিয়া ডুব দিলো যে
তোমার মনের অতলে
ঝিনুকে মুক্তা ছিল যে

হয়তোবা ফেরা হবে না
ফুলের ঠিকানা রবে না
হয়তোবা ফেরা হবে না
ফুলের ঠিকানা রবে না
আলেয়া জেনেও যাবো গো
সে আলোর জয় জানাতে
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক

কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেলো যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক



Credits
Writer(s): Pulak Banerjee, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link