Amar Bone Bone Dharlo Mukul

আমার বনে বনে ধরল মুকুল
আমার বনে বনে
বহে মনে মনে দক্ষিণহাওয়া
আমার বনে বনে
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক চাওয়া
আমার বনে বনে

আমার বনে বনে ধরল মুকুল
বহে মনে মনে দক্ষিণহাওয়া
আমার বনে বনে

গোপন স্বপনকুসুমে কে
এমন সুগভীর রঙ দিল এঁকে
গোপন স্বপনকুসুমে কে
এমন সুগভীর রঙ দিল এঁকে
নব কিশলয়শিহরনে
নব কিশলয়শিহরনে
ভাবনা, ভাবনা আমার হল ছাওয়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link