Keno Pantho E Chancholata

কেন পান্থ, এ চঞ্চলতা?
কেন পান্থ, এ চঞ্চলতা?
কেন পান্থ, এ চঞ্চলতা?
কোন শূন্য হতে এলো কার বারতা?
কেন পান্থ, এ চঞ্চলতা?

নয়ন কিসের প্রতীক্ষারত
বিদায়বিষাদে উদাসমত
নয়ন কিসের প্রতীক্ষারত
বিদায়বিষাদে উদাসমত
ঘনকুন্তলভার ললাটে নত
ঘনকুন্তলভার ললাটে নত
ক্লান্ত তড়িতবধূ তন্দ্রাগতা

কেন পান্থ, এ চঞ্চলতা?

কেশরকীর্ণ কদম্ববনে
মর্মরমুখরিত মৃদুপবনে
কেশরকীর্ণ কদম্ববনে
মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষভরা ধরণীর
বিরহবিশঙ্কিত করুণকথা

ধৈর্য মানো, ওগো, ধৈর্য মানো
বরমাল্য গলে তব হয়নি ম্লান
আজও হয়নি ম্লান
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর
মালতী তব চরণে প্রণতা

কেন পান্থ, এ চঞ্চলতা?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link