Moner Ghore Prem

এই মনের ঘরে যে প্রেম দেখে না
যাক না, সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝে না
যাক না, সে যাক না

কিছু অভিমানী ঝড়ে দু'চোখ জলে ভরে
দূর থেকে আরো দূরে স্মৃতি যাক সরে
তার ব্যথা মনে জমে থাক না

এই মনের ঘরে যে প্রেম দেখে না
যাক না, সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝে না
যাক না, সে যাক না

খুব করে যাকে ডাকি
যার পথে চেয়ে থাকি
আছি একাকী
তার প্রেমে আছে শুধু চালাকি

খুব করে যাকে ডাকি
যার পথে চেয়ে থাকি
আছি একাকী
তার প্রেমে আছে শুধু চালাকি

কিছু অভিমানী ঝড়ে দু'চোখ জলে ভরে
তার ব্যথা মনে জমে থাক না

এই মনের ঘরে যে প্রেম দেখে না
যাক না, সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝে না
যাক না, সে যাক না

দিন যাবে ঠিকই চলে
ফুল, পাখি, নদীজলে
দেখা না হলে
শেষ চিঠি উড়ে যাবে ভেজা বাদলে

দিন যাবে ঠিকই চলে
ফুল, পাখি, নদীজলে
দেখা না হলে
শেষ চিঠি উড়ে যাবে ভেজা বাদলে

কিছু অভিমানী ঝড়ে দু'চোখ জলে ভরে
তার ব্যথা মনে জমে থাক না

এই মনের ঘরে যে প্রেম দেখে না
যাক না, সে যাক না
এই প্রেমের মানে যে আজ বোঝে না
যাক না, সে যাক না



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link