Mon Pakhire

মনপাখি রে, সব ফাঁকি রে
তোর পাখা দু'টো ছাড়া
উড়তে যদি জানিস রে, ভাই
ভয়টাকে তাড়া

মনপাখি রে, সব ফাঁকি রে
তোর পাখা দু'টো ছাড়া
উড়তে যদি জানিস রে, ভাই
ভয়টাকে তাড়া

মনপাখি রে

চেনা পথের ঠিক ঠিকানা
পিছে ফেলে এগিয়ে যা না
চেনা পথের ঠিক ঠিকানা
পিছে ফেলে এগিয়ে যা না
বৈঠা মেলে পার হয়ে যা নদীর পাহারা

মনপাখি রে, সব ফাঁকি রে
মনপাখি রে

হাসিমুখে সব মেনে নে
দুঃখ ভুলে যা
নিজের উপর ভরসা রেখে
নয়ন তুলে চা

হাসি মুখে সব মেনে নে
দুঃখ ভুলে যা
নিজের উপর ভরসা রেখে
নয়ন তুলে চা

দেখার মতো দেখতে শিখে
তাকা রে তুই চতুর্দিকে
দেখার মতো দেখতে শিখে
তাকা রে তুই চতুর্দিকে
দু'চোখ ভরে দেখ জগতের
নতুন চেহারা

মনপাখি রে, সব ফাঁকি রে
মনপাখি রে, সব ফাঁকি রে
তোর পাখা দু'টো ছাড়া
উড়তে যদি জানিস রে ভাই
ভয়টাকে তাড়া

মনপাখি রে



Credits
Writer(s): Ajoy Chakrabarty
Lyrics powered by www.musixmatch.com

Link