Aami Banglar Gaan Gai

আমার লড়াই সেই সমস্ত ইকবালদের জন্য
যারা আজও স্বপ্ন দেখে একটা সুন্দর পরিষ্কার সমাজের
যাদের কাছে কলেজটা আজও একটা মন্দির
যারা বড় হতে চায়, কিছু করে দেখাতে চায়
মা-বাবার স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে চায়
আমার যুদ্ধ তাদের জন্য
হয়তো আমি হেরে যাব
হয়তো আমার সাথে কেউ আসবে না
কিন্তু তুমি দেখো, অর্পিতা, যদি একজনও আসে
সেই একজনকে দেখে আরো অনেকে আসবে
আর সেটাই হবে, সেটাই হবে আমার আসল জিত

আমি বাংলায় গান গাই

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি বাংলায় গান গাই
বাংলায় গান গাই
বাংলায় গান গাই
বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই

বাংলায় গান গাই
বাংলায় গান গাই



Credits
Writer(s): Pratul Mukherjee, Ringo Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link