Ekta Premer Gaan Likhechi

একটা প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝ রাতে বদনাম হয়েছে মন
যেই না চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতেই থাকতে গেল
ডাক নামে তোর ডাকতে গেল মন
কি করি এমন অসুখে
জমেছে মরণ এ বুকে

হো একটা প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝ রাতে বদনাম হয়েছে মন
কি করি এমন অসুখে
হো জমেছে মরণ এ বুকে

যা চাওয়ার চেয়ে নে
যা পাওয়ার নিয়ে নে
যা হওয়ার হয়ে নে আজকে
এ দিন বেসামাল
তোর স্বস্তি নাজেহাল
দেখে কষ্ট হলো কাল ঝড় টাকে

হো তাই তো প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝ রাতে বদনাম হয়েছে মন
যেই না চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতেই থাকতে গেল
ডাক নামে তোর ডাকতে গেল মন
কি করি এমন অসুখে
জমেছে মরণ এ বুকে

যা বলার বলে যা
যা করার করে যা
যা ভাবার ভেবে যা আমাকে
এই মনের কারণে
যাই হাজার বারণে
চাই হাওয়ায় উড়াতে ইচ্ছে টাকে

হো তাই তো প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝ রাতে বদনাম হয়েছে মন
যেই না চোখের ইচ্ছে হলো
তোর পাড়াতেই থাকতে গেল
ডাক নামে তোর ডাকতে গেলো মন
কি করি এমন অসুখে
জমেছে মরণ এ বুকে



Credits
Writer(s): Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link