Rakho Rakho Re

রাখো রাখো রে জীবনে
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে
প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে
রাখো রাখো রে জীবনে
রাখো রাখো রে জীবনে

আলো জ্বালো হৃদয়দীপে অতিনিভৃত অন্তরমাঝে
আলো জ্বালো হৃদয়দীপে অতিনিভৃত অন্তরমাঝে
আকুলিয়া দাও প্রাণ গন্ধচন্দনে

রাখো রাখো রে জীবনে
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে
প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে
রাখো রাখো রে জীবনে
রাখো রাখো রে...



Credits
Writer(s): Rabindranath Tagore, Surojeet Das
Lyrics powered by www.musixmatch.com

Link