Elo Je Maa

এ ঢাকি, ঢাক বাজা তো

এলো যে মা, আমার মা
সবার মা, দুর্গা মা

ঢাকের ঢ্যাম কুড়া কুড়, বাজছে নুপুর
এলো যে পুজোর লগন
(ঢাকের ঢ্যাম কুড়া কুড়, বাজছে নুপুর)
(এলো যে পুজোর লগন)
মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায়
হলো যে অকালবোধন
(মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায়)
(হলো যে অকালবোধন)

তুমি থাকলে পাশে জীবন হাসে
দু'চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে, মা

তুমি যে মা, আমার মা
সবার মা, দুর্গা মা

বলো দুর্গা মাইকি, জয়
হেই বলো দুর্গা মাইকি, জয়
হেই বলো দুর্গা মাইকি, জয়

নতুন সাজে, নতুন রঙে
সেজেছে সবারই মন
পুজোর দিনে হাসি-গানে
কাটবে খুশিতে জীবন

মনের আশা, এই ভালোবাসা
কোনোদিনও মুছো না
ও মা, সবার প্রাণের শক্তি তুমি
দশভূজা প্রতিমা

তুমি যে মা, আমার মা
সবার মা, দুর্গা মা

বলো দুর্গা মাইকি, জয়
বলো দুর্গা মাইকি, জয়
বলো দুর্গা মাইকি, জয়

তোরা কাঁসর বাজা, ঢাক-ঢোলক বাজা
জমিয়ে আরতি নাচ
ওরে ধুনুচি নাচা, বরণডালা সাজা
দশমী এলো রে আজ

(তোরা কাঁসর বাজা, ঢাক-ঢোলক বাজা)
(জমিয়ে আরতি নাচ)
(ওরে ধুনুচি নাচা, বরণডালা সাজা)
(দশমী এলো রে আজ)

ঢাকের ঢ্যাম কুড়া কুড়, বাজছে নুপুর
এলো যে পুজোর লগন
মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায়
হলো যে অকালবোধন

তুমি থাকলে পাশে জীবন হাসে
দু'চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে, মা

তুমি যে মা, আমার মা
সবার মা, দুর্গা মা (ঠাকুর থাকবে কতক্ষণ)
(ঠাকুর যাবে বিসর্জন)
(ফিরবে মা শিবের ঘরে)
(চলে সিঁদুরে বরণ)
(তবু কাঁদে সবার মন)
(আসবে মা বছর পরে)

তুমি যে মা (ঠাকুর থাকবে কতক্ষণ)
(ঠাকুর যাবে বিসর্জন)
আমার মা (ফিরবে মা শিবের ঘরে)
সবার মা (চলে সিঁদুরে বরণ)
(তবু কাঁদে সবার মন)
দুর্গা মা (আসবে মা বছর পরে)



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Raja Chanda, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link