Chawl Raastaye

চল রাস্তায় সাজি tram line আর কবিতায় শুয়ে cup-plate
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer-এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া nostal মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
চল রাস্তায় সাজি tram line

Sir, আমি প্রধানত নায়কটার remake করতে চাই
একজন rank newcomer অন্য একজন star এর সঙ্গে অসম্ভব
Why don't you understand?
তুই জাহ্নবী
তোকে ঝোলাবো, ছবিটাকে ঝোলাবো, সবাইকে ঝোলাবো
59 by one, take two
Can I get an autograph?

প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির শুধু চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস
চল রাস্তায় সাজি tram line



Credits
Writer(s): Debajyoti Mishra, Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link