The Storm

তুমি বলো
ভালবাসা আসে ফিরে,
যদি তা ভালোবাসা হয়।
আমি হারিয়ে যাই,
তুমি যে পথে হারাও।
তুমি জানো
এ যে মিথ্যে প্রলোভন।
তবু কল্পনাতে চাই,
তুমি সত্য হও।
আমি হারিয়ে যাই,
তুমি যে পথে হারাও।
নীলিমায় বাড়িয়ে দু'হাত,
যদি বলি তুমি হবে কি আমার?
যদি ভাবো লুকোচুরি এ খেলা,
জেনো রেখো হারিয়েছো আমায়।
আমি বলি,
বেঁচে থাকা তোমাতেই,
চোখ বুজলেই,
ফিরে পাওয়া তোমাকেই।
তুমি হারিয়ে যাও,
আমি যে পথে হারাই।
নীলিমায় বাড়িয়ে দু'হাত,
যদি বলি তুমি হবে কি আমার?
যদি ভাবো লুকোচুরি এ খেলা,
জেনো রেখো হারিয়েছো আমায়।



Credits
Writer(s): Jedd Hughes, Wade Bowen
Lyrics powered by www.musixmatch.com

Link